
প্রকাশিত: Thu, Dec 8, 2022 6:55 PM আপডেট: Tue, Jul 1, 2025 3:44 PM
ব্রাজিলের নৃত্যে প্রতিপক্ষ অসম্মানিত হয়?
ইমতিয়াজ মাহমুদ: প্রতিটা গোলের পর ব্রাজিলের খেলোয়াড়দের নাচতে দেখে রয় কিন নাকি বিরক্ত হয়েছেন। তাঁর কথা হচ্ছে, এইরক নাচন কুদনে নাকি প্রতিপক্ষের প্রতি অসম্মান করা হয় ইত্যাদি। বটে! এইটুকু নাচেই যদি প্রতিপক্ষের প্রতি অসম্মান করা হয় তাইলে রাগবি খেলা শুরুর আগে অল ব্ল্যাকরা যে হাক্কা নাচ করে সেটাকে কী বলবেন? অথবা ক্রিকেটে ফাস্ট বোলারদের যুদ্ধংদেহী বহিঃপ্রকাশ? আপনি কি কখনো হাক্কা নৃত্য দেখেছেন? এটা আসলে সেই অর্থে নাচ নয়- এটা হচ্ছে মাউরি জনগোষ্ঠীর রণহুংকার গীত।
রাগবি খেলা শুরুর আগে নিউজিল্যান্ড দলের খেলোয়াড়রা প্রতিপক্ষকে সামনে রেখে নিজেরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে হাকা গায় আর হাঁকার মাধ্যমেই প্রতিপক্ষের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। হাকা গীতের কথাগুলোর অর্থ করে আমি আপানদের বলবো না। শুধু অনুরোধ করবো, প্লিজ-প্লিজ-প্লিজ, ইউটিউবে হাকা ডান্স সার্চ মেরে কয়েকটা নাচ দেখে নিন। রয় কিন তো ফুটবল পণ্ডিত। নিজে একসময় আমার প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন। এখন আয়ারল্যান্ড ফুটবলে দলের ম্যানেজার। প্রেসের লোকজন ফুটবল নিয়ে নানাপ্রকার বিশেষজ্ঞ মতামতের জন্যে ওর কাছে যায়। একরকম সারা জীবনই ফুটবলের সাথে আছেন। আর আইরিশ হিসাবে রাগবি খেলাও তাঁর অপরিচিত কিছু নয়, নিউজিল্যান্ড দলের হাক্কাও তাঁর অজানা হওয়ার কথা নয়। ব্রাজিলের ফুটবলারদের এইরকম আনন্দ ও উল্লাসের নৃত্যকেও যদি ওর কাছে আপত্তিকর মনে হয় তাইলে অবাক হতেই হয় বটে।
ফেসবুকে আমাদের বাংলাদেশের কিছু বুদ্ধিমান লোকের ভদ্রতার আবেদন দেখেছি। বলে কিনা খেলা নিয়ে এইরকম আক্রমণ প্রতিআক্রমণ, পরস্পরকে খোঁচা দেওয়া, প্রতিদ্বন্দ্বী দলকে নিয়ে ঠাট্টা করে এইগুলোতে নাকি ভদ্রতা ঠিক থাকে না। না, কিছু কিছু সমর্থক আছে যারা মাত্রাজ্ঞান হারিয়ে ফেলে, এটা ঠিক। কিছু বেওকুফ আছে যাদের ভাষাজ্ঞান মাত্রাজ্ঞান যুক্তি বুদ্ধি কিছুই ঠিক নাই। এইগুলো তো সব ক্ষেত্রেই থাকবে। কিন্তু সবকিছুর উপরে, বিশ্বকাপ হবে আর প্রতিদ্বন্দ্বী দলগুলোর সমর্থকরা কথা কাটাকাটি (অথবা মাঝে মাঝে দুই একটা কিল ঘুষির বিনিময়ও) যদি না থাকে তাইলে সেটা কিসের বিশ্বকাপ। শোনেন, কাঁচামরিচ ছাড়া ইলশা মাছের রসা হয়? আপনি হয়তো পছন্দ করতে পারেন কাঁচামরিচ ছাড়া ইলশা মাছের রসা- কিন্তু সার্বিক বিবেচনায় সেটা হবে পানসে রোগীর পথ্য ধরনের অখাদ্য কিছু একটা। এইগুলো হচ্ছে ইলশার রসায় কাঁচামরিচ, কখনো ঝাল একটু বেমক্কা হয়ে যায় বটে, কিন্তু চূড়ান্ত বিচারে এইসবের কারণেই স্বাদ বৃদ্ধি হয়। লেখক: আইনজীবী। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
